সেই আবহমান কাল থেকে এ ভূখণ্ডের বুক চিরে বয়ে গেছে শত শত নদী, উপ নদী, শাখা নদী এবং তাদের শেষ গন্তব্য হয়েছে বঙ্গোপসাগর। নদীর প্রবাহ যেমন বাড়িয়েছে ভূখণ্ডের সীমা, তেমনি করে তুলেছে ফুল, ফল, ফসলে শ্যামলা। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের...